Sunday, December 10, 2023

৭ টা ৩৩ মিনিট, ৩১ জুলাই, ২০২২ হাওয়ায় উড়ে গেছে দিন দ্য ডে!

তারিখ:

রোববার (৩১ জুলাই) জয় সিনেমাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা হাওয়া সিনেমার ৩টা স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের থ্রিডি হলে। তাই ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ও ‘দিন দ্য ডে’ সিনেমা আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থর সিনেমাটা বন্ধ থাকবে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে। অনেক মাল্টিপ্লেক্সে সিনেমাটি আগামী ৪ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ২৬টি  শো চলছে।

‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ আরও অনেকে।

জনপ্রিয় সংবাদ