পদ্মা সেতুতে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার (১৭ জুলাই) রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন টনের ওই পিকআপে করে গ্যাস সিলিন্ডার নেয়া হচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর মাঝে উল্টে যায় সেই পিকআপ। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
প্রসঙ্গত, গত ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। সেদিনই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়। এরপর পদ্মা সেতুতে নিষিদ্ধ করা হয় মোটরসাইকেল চলাচল।