জয়-পরাজয়ের ব্যবধান ৩৫ রানের, সাকিব আল হাসানের ওই ওভার থেকে এসেছে ২৩ রান। ডমিনিকায় কাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদ আর শরীফুল ইসলামের ওপরও ঝড় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল ও ব্রেন্ডন কিং। তবে পেছন ফিরে তাকালে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে সাকিবের করা ১৬তম ওভারেই চোখ যাবে বারবার। ওই ওভারই যে ম্যাচের আবহ বদলে দিয়েছে।
উইন্ডিজের হয়ে ব্যাট হাতে ঝড় তোলা পাওয়েলও ম্যাচ শেষে তা-ই বলেছেন। সাকিবকে লক্ষ্য করেই আগ্রাসন চালানোর রহস্য জানিয়ে পাওয়েল বললেন, ওই ওভারই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে।
১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৩ উইকেটে ১১৯, ওভারপ্রতি ৮ রানের কাছাকাছি। সেখান থেকে শেষ ৫ ওভারে পাওয়েল-কিংসের ঝড়ে এসেছে ৭৪ রান। শুরুটা ১৬তম ওভারে সাকিবের ওপর চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে।
৬, ৪, ৬, ৬ – সাকিবের ওভারের প্রথম চার বলেই রোভম্যান তুলে নেন ২২ রান। শেষ দুই বলে ১টি সিঙ্গেলে আটকে রেখে সাকিবের রক্ষা। অবশ্য ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ‘মোমেন্টাম’ ধরে রেখে পরের ওভারে তাসকিনকে দুটি ছক্কা ও একটি চার মেরেছেন পাওয়েল, ওভারে আসে ২১ রান। শেষ ওভারে শরীফুলকে দুই ছক্কা মেরে পাওয়েল-স্মিথ নেন ১৭ রান।
ম্যাচ শেষে তাই সাকিবের ওই ওভারের কথাই বললেন পাওয়েল, ‘আমরা সবাই ব্যাটিং পরিকল্পনায় ম্যাচের মোমেন্টাম বদলানো, ব্যাটিংয়ে গতি বাড়ানো নিয়ে কথা বলি। আজ সাকিবের ওই ওভারটা আমাদের হয়ে সে কাজটা করে দিয়েছে।’
কী ভেবে সাকিবকে আক্রমণের জন্য বেছে নেওয়া, সেটির ব্যাখ্যাও দিয়েছেন শেষ পর্যন্ত ২৮ বলে ৬১ রান করা পাওয়েল। ওই ওভারের আগে নিজের ৩ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেওয়া সাকিবকে দেখে নাকি পাওয়েলের মনে হয়েছে, বল হাতে সাকিব ঠিক স্বস্তিতে নেই!