Sunday, December 3, 2023

ভাণ্ডারিয়ায় নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

তারিখ:

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার স্থানীয় লিয়াকত মার্কেট লাগোয়া পোনা নদী থেকে নজরুল ইসলাম (২৬) নামের এক যুবকের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩১ জুলাই) বিকেলে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মোশাররফ সরদারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হন। তাকে ওই দিন দুপুরে স্থানীয়রা তাদের বাড়ির সামনের পোদ্দার খালে গোসল করতে নামতে দেখে। ওই যুবক প্রায়ই ভাণ্ডারিয়া থেকে নদীতে সাঁতরিয়ে বাড়ি ফিরতেন আবার বাড়ি থেকে সাঁতরিয়ে ভাণ্ডারিয়া যেতেন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার বেলা ৩ টার দিকে মল্লিক বাড়ি সংলগ্ন পোনা নদীতে ওই যুবকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, শনিবার বেলা ৩ টার দিকে মল্লিক বাড়ি সংলগ্ন পোনা নদীতে ওই যুবকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

 

 

 

জনপ্রিয় সংবাদ