মতবিনিময় সভায় কথা বলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, দেশে গ্রাহকের তুলনায় পর্যাপ্ত সেবা দেওয়ার সক্ষমতা কোনো মোবাইল অপারেটর কোম্পানির নেই। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শ্যাম সুন্দর সিকদার আরও বলেন, ২০০৬ সালে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ২ কোটি। কিন্তু বর্তমানে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৪ লাখে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৫ লাখ থেকে এখন ১২ কোটি ৪২ লাখে পৌঁছেছে। ফোরজির গ্রাহক ৭ কোটি ৫৩ লাখ ৮০ হাজার। সোশ্যাল মিডিয়ার, শুধু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২৮ লাখ। এত গ্রাহকের সঠিকভাবে সেবা নিশ্চিত করতে সব কোম্পানিকে ফাইবার কেব্ল ব্যবহারে চাপ প্রয়োগ করা হচ্ছে। সবখানে এই ফাইবার কেব্ল ব্যবহার করা গেলে গ্রাহকের সঠিক সেবা নিশ্চিত করা যাবে।