Sunday, February 25, 2024

নির্দোষ প্রমানিত সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি

তারিখ:

 

শুক্রবার আদালতে হাজির হয়ে ৮৬ বছর বয়সী ব্লাটার বলেন, এমন নয় যে সারাজীবন আমি কোনো অপরাধ করিনি। তবে যে অভিযোগে এখন আমার বিচার হচ্ছে তাতে আমি সম্পূর্ণ নির্দোষ।

সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও ভাইস প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। ২০১১ সালে ২০ লাখ সুইস ফ্রাঁ সম্পর্কিত  একটি লেনদেনের বিষয়ে তাদের বিচার চলছিল। ওই অর্থ প্লাতিনিকে দিয়েছিলেন ব্লাটার। তবে তারা শুরু থেকে নিজেদের নির্দোষ দাবি করেন।

 

২০১৫ সালে ফুটবল থেকে সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনিকে নিষিদ্ধও করা হয়েছিল। সুইজারল্যান্ডে ফেডারেল ক্রিমিনাল কোর্টে তাদের বিচার হয়।

জনপ্রিয় সংবাদ