Wednesday, November 29, 2023

১৫ আগস্টের কথা বলে ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: আইনমন্ত্রী

তারিখ:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আপনারা আবার যদি ১৫ আগস্টের কথা বলে ষড়যন্ত্র করেন, আইনের মাধ্যমে আপনাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। এর মাধ্যমে আপনাদের যে শাস্তি দেয়া উচিত, সেই শাস্তিই দেয়া হবে।’

১৫ আগস্টের কথা বলে ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: আইনমন্ত্রী

শনিবার (৪ জুন) সকালে কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে সব রাজনৈতিক কর্মকাণ্ড চলুক। আপনারা ষড়যন্ত্র করে এ দেশে কিছু করতে পারবেন না। আর যদি ষড়যন্ত্র করেন, আমাদের দেশের দণ্ডবিধি আছে, আমরা সেটাই ব্যবহার করব।’

আইনমন্ত্রী বলেন, ‘আপনারা বলছেন, শেখ হাসিনাকে হত্যা করবেন! চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, আসেন দেখি আপনাদের বুকের পাটা কতটুকু আছে। বাংলার মানুষ রাস্তায় আপনাদের পিটিয়ে শায়েস্তা করবে।’ সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠান উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অক্ষত থাকবেন।’ যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন। দীঘ নয় বছর পর সম্মেলন হওয়ায় কসবাজুড়ে সাজসাজ রব। সম্মেলনে অতিথিদের স্বাগত জানাতে তৈরি করা হয়েছে দুই শতাধিক তোরণ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কসবা উপজেলার সভাপতি পদে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনের নাম ঘোষণা করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ