Sunday, December 10, 2023

সমুদ্রের তলদেশে জাহাজে মিলল গুপ্তধন

তারিখ:

তিন শতাব্দীর পুরানো জাহাজে গুপ্তধন। কলম্বিয়ায় সমুদ্রের তলদেশে জাহাজে মিলল বিপুল স্বর্ণমুদ্রা। যার বর্তমান বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার। এসব জিনিস জাদুঘরে প্রদর্শনীর জন্য সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক।

নুড়ি পাথর আর বালুর আস্তরণে ঢাকা পড়েছে উজ্জ্বলতা। ক্যামেরার সাহায্য চলছে পর্যবেক্ষণ। অভিযানে সন্ধান মিলল তিন শতাব্দীর পুরোনো গুপ্তধনের। এমনই দৃশ্য ধরা পড়ে কলাম্বিয়ার বোগাতার সমুদ্র তলদেশে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর খবরে বলা হয়, গভীর সমুদ্রের তলদেশ থেকে সান জোস গ্যালিয়ন নামের একটি জাহাজের ধ্বংসাবশেষ থেকে সম্প্রতি বেশ কিছু মূল্যবান স্বর্ণের মুদ্রার সন্ধান পেয়েছে কলাম্বিয়ার নৌ কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ৩০০ বছর আগের অর্থাৎ ১৭০৮ সালে দেশটির বন্দরের কাছে ডুবে যাওয়া জাহাজ এটি।

প্রাপ্ত মুদ্রাগুলোর বর্তমান বাজার মূল্য কয়েক বিলিয়ন মার্কিন ডলার বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক। মুদ্রার পাশাপাশি বেশ কিছু ক্রোকারিজ এবং ফুলদানিও পাওয়া গেছে। ডুবে যাওয়া জাহাজটির কাছে আরেকটি স্প্যানিস ঔপনিবেশিক যুগের জাহাজেরও সন্ধান মিলেছে।

ইভান ডুক বলেন, আমরা দুটি জাহাজের সন্ধান পেয়েছি। একটি জাহাজ ঔপনিবেশিক সময়ের। পরীক্ষা-নিরীক্ষা করে মনে হচ্ছে অন্যটি আমাদের ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত। এ ছাড়াও আরও অনেকগুলো নৌকার সন্ধান পেয়েছে নৌ বাহিনীর সদস্যরা।

ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত জিনিসগুলো জাদুঘরে প্রদর্শনীর জন্য সংরক্ষণ করা হতে পারে।

জনপ্রিয় সংবাদ