কার্তিক পুরো নাম কার্তিক আরিয়ান তেওয়ারি। জন্ম ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা কার্তিকের মা-বাবা দুজনেই পেশায় চিকিৎসক। একজন গাইনি চিকিৎসক আর অন্যজন শিশুবিশেষজ্ঞ। কার্তিক ২০১১ সাল থেকে অভিনয় শুরু করেন। প্রথম ছবি ‘পেয়ার কা পঞ্চনামা’ ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু কার্তিক ব্যাপকভাবে পরিচিতি পান ২০১৮ সালে। লাভ রঞ্জনের ‘সনু কি টিটু কি সুইটি’ সুপারহিট হওয়ার পর। এই ছবি ১০০ কোটির বেশি ব্যবসা করায় বড় পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পান তিনি। একে একে করেন ‘লুকাচুপি’, ‘লাভ আজকাল’, ‘ধামাকা’ ইত্যাদি সিনেমা।
সর্বশেষ ছবি ‘ভুল ভুলাইয়া ২’। ২০ মে মুক্তির পর ৯ দিনেই ১০০ কোটি রুপি ব্যবসা করেছে। ছবিটির বাজেট ছিল ৭৫ কোটি রুপি। আনিস কাজমি পরিচালিত ছবিটিতে কার্তিক ছাড়া আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, টাবু, রাজপাল যাদব, অঙ্গদ বেদি, পরেশ রাওয়াল প্রমুখ।
এই ছবির প্রচারেই কলকাতায় এসেছিলেন কার্তিক। দিনভর ঘুরে বেড়ানোর পর কার্তিক জানান, কলকাতা তাঁর ভালোবাসার শহর। হাওড়া ব্রিজে উঠে মনের আনন্দে নেচে ওঠেন, ছবি তোলেন। হাত তুলে শুভেচ্ছা জানান ভক্তদের।