Sunday, December 3, 2023

হামলার শিকার হয়ে কোমায় প্রোটিয়া বোলার

তারিখ:

দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মন্ডিল খুমালো ইংল্যান্ডে খেলতে গিয়ে হামলার শিকার হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। শনিবার (২৮ মে) স্থানীয় সময় ভোররাতে ব্রিস্টলের একটি পানশালার সামনে তিনি হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ। দলের সঙ্গে জয় উদ্‌যাপন করতে তিনি সেখানে ছিলেন। ঘটনার পর অচেতন খুমালোকে দ্রুত জরুরী সেবা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি এখন কোমায় আছেন।

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব -১৯ দলের সাবেক তারকা মন্ডিল খুমালো ক্লাব ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গিয়েছেন। নর্থ পেথারটন ক্রিকেট ক্লাবের হয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে খেলছিলেন তিনি। শনিবার দলের জয় উদ্‌যাপনে সেখানে গিয়েছিলেন তিনি। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে  ২৭ বছর বয়সী একজনকে আটক করেছিল পুলিশ। বিবিসি জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ খেলেছিলেন খুমালো। এরই মধ্যে অভিষেক হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে। কয়া-জুলু নাটাল ইনল্যান্ডের হয়ে খেলেছেন চারটি ম্যাচ। দলটির হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে চুক্তিও আছে তার।

এ সময়ে তার পাশে যেন তার মা থাকতে পারেন ক্লাবের পক্ষ থেকে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মা ডারবানের উমলাজিতে থাকেন।

ডারবানে জন্ম নেওয়া খুমালো ২০১৮ সালের জুলাইয়ে অনূর্ধ্ব -১৯ পর্যায়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে ইংল্যান্ডে দুটি টেস্ট খেলেন। যুব পর্যায়ে ১০টি ওয়ানডেও খেলেছেন এই পেসার, যার মধ্যে আছে ২০২০ সালের অনূর্ধ্ব বিশ্বকাপের চারটি ম্যাচ।

ইংল্যান্ডের নর্থ পেথারটনের হয়ে পেশাদার ক্রিকেট খেলা খুমালো এই মৌসুমে তার দলের সর্বোচ্চ উইকেট শিকারি। ১৪.৯৩ গড়ে ১৫ উইকেট নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ব্যাট হাতেও ২ হাফসেঞ্চুরিসহ সাত ইনিংসে ১৯১ রান করেছেন।

জনপ্রিয় সংবাদ