Wednesday, November 29, 2023

সাবিলা নূরের জন্মদিন

তারিখ:

বিজ্ঞাপন থেকে নাটকে সাবিলা নূর। ১৯৯৫ সালের ২৭ মে ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের ব্যস্ততম এই অভিনেত্রী। এই বিশেষ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা।

টিভি খুললে দেশীয় চ্যানেলগুলোতে প্রায়ই যে অভিনেত্রীর মুখটি চোখে পড়ে তিনি সাবিলা নূর। গ্রামীণ ফোন, নেসকেফে, প্রাণ ফিট-এর বিজ্ঞাপন কিংবা কোনো নাটকে তাকে অন্তত দিনে একবার দেখাই যায়। খুব ব্যস্ততম দিন পার করছেন বাংলাদেশি টিভি চ্যানেলের এই উঠতি মডেল ও অভিনেত্রী।

২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে দেশীয় অভিনয় জগতে প্রবেশ করেন সাবিলা। এরপর অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে বেশ কিছু নাটকে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি|

শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল সাবিলার। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন, যখন তিনি প্রথম শ্রেণির ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

এ পর্যন্ত ৩০টির বেশি নাটকে অভিনয় করেছেন সাবিলা। সেরা নবীন অভিনেত্রী হিসেবে অর্জন করেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।

১৯৯৫ সালের ২৭ মে ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের ব্যস্ততম এই অভিনেত্রী। এই বিশেষ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা।

জনপ্রিয় সংবাদ