Tuesday, November 28, 2023

শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজশাহীতে আবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তারিখ:

আদালত পরিচালনার সময় অতিরিক্ত মাত্রায় হর্ন বাজানো এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় একটি ট্রাককে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ির চালককে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিশ্বে শব্দদূষণের শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে রাজশাহীর অবস্থান চতুর্থ। শব্দের তীব্রতা নিয়ে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপির (২০২২) প্রকাশ করা এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘ফ্রন্টিয়ারস ২০২২: নয়েজ, ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় শব্দের সর্বোচ্চ তীব্রতা ১১৯ ডেসিবেল। আর রাজশাহী শহরে ১০৩ ডেসিবেল।

জনপ্রিয় সংবাদ