ইমরান খানের পিটিআই সরকার দেশের অর্থনীতির জন্য ‘ল্যান্ডমাইন’ পুঁতে এবং অর্থনীতিকে জীবন-মরণ সন্ধিক্ষণে রেখে গেছেন বলে অভিযোগ করেন মরিয়ম নওয়াজ।
গতকাল রোববার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোটলা শহরে দলীয় সমর্থকদের এক জনসভায় নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এসব কথা বলেন।
গত শনিবার পাঞ্জাবের শিয়ালকোটে এক জনসভায় ইমরান খান দাবি করেন, তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, তাদের নাম ও পরিচয় দিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। কিছু হলে তাঁর হত্যাকারী কারা ও তাদের পরিচয় যেন জনগণের সামনে উন্মোচিত হয়—এ জন্য ভিডিওটি তৈরি করে রেখেছেন তিনি।