প্রকাশের আগেই জলঘোলা হয়েছিল আসিফ আকবরের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ নিয়ে। এবার এই গ্রন্থ এলো প্রকাশ্যে। সোহেল অটলের লেখা, কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনী গ্রন্থ এটি। গতকাল সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রকাশনা উৎসবের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। আসিফ আকবর তার বক্তব্যে বলেন, সত্যের মুখোমুখি হতে ভয় পাইনি কখনও। আমি জানতাম জীবনী গ্রন্থ প্রকাশ হলে অনেক কঠিন সত্য প্রকাশ করতে হবে। যার কিছু সত্য কখনও নিজের বিরুদ্ধেও যাবে। তবুও আমি চেয়েছি নিজের জীবন ও ক্যারিয়ারের সত্যগুলো প্রকাশ পাক।
এ প্রকাশনা অনুষ্ঠানে আসিফ আকবর-সোহেল অটল ছাড়াও উপস্থিত ছিলেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোর্শেদ, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, রবি চৌধুরী, আতিক বাবু, সোহেল মেহেদী, ক্রিকেট কোচ এমদাদুল হক এমদু, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, প্রকাশক নাজমুল হুদা রতনসহ অনেকেই। লেখক সোহেল অটল বলেন, বইটি লিখতে গিয়ে নানা ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। অবশেষে বইটি প্রকাশ পেল