কুষ্টিয়ার কুমারখালীতে মাকে দড়ি দিয়ে বেঁধে রেখে মেয়ের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর করিয়ে বিয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার পান্টি বাজার এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মেয়েটি কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এ বছর গ্র্যাভিটেশন (অনার্স) শেষ করেছে।

অভিযুক্ত ছেলের নাম তিতাস (৪০)। তিনি পান্টি এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের নাতি ও বরিশাল জেলার বাসিন্দা। বুধবার (১ জুন) সকালে মেয়েটির মা সময় সংবাদকে বলেন, “স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী রোমান ও লাহোরী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিতাসসহ বেশ কয়েকজনকে নিয়ে পাকা ও দেয়ালে ঘেরা বাড়ির পেছন দরজা দিয়ে প্রবেশ করে।