Sunday, December 10, 2023

আজ জাতীয় ভোটার দিবস

তারিখ:

আজ বুধবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। দেশে চতুর্থ বারের মতো পালিত হবে জাতীয় ভোটার দিবস। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ স্লোগানে এবার পালিত হবে দিবসটি। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার দিবস উপলক্ষে বুধবার সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে একটি র‌্যালি বের করা হবে। এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে। পরে বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত আউয়াল কমিশন নিয়োগ পাওয়ার পর এটাই তাদের প্রথম অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সব কমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে স্থায়ীভাবে দিবসটি উদযাপনে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

জনপ্রিয় সংবাদ