Wednesday, November 29, 2023

আইপিএলের পর এবার ক্রিকেট থেকে বিরতিতে জেসন রয়

তারিখ:

আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর এবার ক্রিকেট থেকেই অনির্দিষ্টকালের বিরতিতে ইংলিশ তারকা ওপেনার জেসন রয়।

আইপিএলের মেগা নিলামে জেসন রয়কে ২ কোটি রুপিতে কিনে নিয়েছিল নতুন দল গুজরাট টাইটানস। কিন্তু নিলামে দল পাওয়ার পরই হঠাৎ করে আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ব্রিটিশ এ ওপেনার।

বায়োবাবলের বাড়তি ধকল থেকে বাঁচতেই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর বরাতে জানা গেছে। এছাড়া নিজের সিদ্ধান্তের কথা গত সপ্তাহেই ফ্র্যাঞ্জাইজিকে জানিয়ে দেওয়া হয়েছিল বলেও জানান ব্রিটিশ এ ওপেনার।

যদিও বিদেশি এ ক্রিকেটারের সরে দাঁড়ানো প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি গুজরাট। এছাড়া তার বিকল্প হিসেবেও এখনো কাউকে নেয়নি আইপিএলের নতুন এ দলটি।

এদিকে, আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর মঙ্গলবার (১ মার্চ) ইংলিশ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানা যায়, কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রাথমিক ধাপে খেলছেন না জেসন রয়। আরও জানা যায়, পরিবারের সঙ্গে সময় কাটাতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন তিনি।

তবে কবে আবার ফিরবেন, এ বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। যদিও তার সঙ্গে চুক্তি এখনো অব্যাহত রেখেছে ইংলিশ ক্লাবটি।

সদ্য সমাপ্ত পিএসএলে দারুণ ফর্মে ছিলেন জেসন রয়। মাত্র ছয় ম্যাচ খেলার সুযোগ পেয়ে তাতেই টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। এছাড়া তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সেরও সেরা ব্যাটসম্যান ছিলেন রয়। ছয় ম্যাচ খেলে ৫০ গড়ে করেন ৩০৩ রান। স্ট্রাইক রেট ১৭০.২২। যার মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটিও রয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় জেসন রয় বলেন, আমি মনে করি পরিবারকে সময় দেওয়ার এটাই উপযুক্ত সময়।

শুধু এবারই প্রথম নয়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেন এই ইংলিশ ব্যাটার। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে রয়কে দলে নেয়। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই আসরেও না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আইপিএলের এবারের আসরে খেলতে হলে যে কোনো খেলোয়াড়কে ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকতে হবে। এদিকে জানুয়ারিতেই দ্বিতীয়বারের মতো বাবা হওয়া ইংলিশ ব্যাটার সেটা চাইছেন না। এখন পর্যন্ত আইপিএলে ১৩ ম্যাচ খেলে ২৯.৯০ গড় ও ১২৯.০১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।

প্রসঙ্গত, ২৭ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও মার্চের ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের আসরটি। দীর্ঘ দুই মাসের এই ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল হবে ২৯ মে।

জনপ্রিয় সংবাদ