Wednesday, November 29, 2023

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

তারিখ:

রাজধানীর পূর্ব জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে বাকি বিল্লাহ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব জুরাইন শাহ্ জালালবাগ রোডের ৩/২৯ নম্বর বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।

মৃত বাকি বিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার হায়দারনগর গ্রামের আহসান উল্লাহর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় বাকি বিল্লাহ পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়তো।

বাকি বিল্লাহর দাদা আব্দুস সাত্তার জানান, জুরাইনের বাড়িটি তাদের নিজেদের। বিকেলে বাড়ির পাশে দাদা-নাতি মিলে রাস্তার পাশে একটি লোহার খুঁটি গাড়ছিল। লম্বা খুঁটিটি ধরে রেখেছিল বাকি বিল্লাহ। তখন অসাবধানতাবশত খুঁটিটি বিদ্যুতের তারের সাথে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যায় বাকি বিল্লাহ। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ