Tuesday, November 28, 2023

চকরিয়ায় সড়কে ত্রিমুখী সংঘর্ষ, ২ জনের প্রাণহানি

তারিখ:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস, লবণবোঝাই পিকআপ ও ভ্যানগাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার দিবাগত রাতে মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় মেম্বার ছলিম উল্লাহ জানান, মইক্ক্যাঘোনার ঢালায় শ্যামলী এনআর পরিবহণের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণবোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় কমবেশি ১৫ জন আহত হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন। তিনি বলেন, লবণ বোঝাই ভ্যানটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ