Friday, December 8, 2023

ইউসুফের কণ্ঠে রুপুর শেষ গান

তারিখ:

চার বছর আগে প্রয়াত হয়েছেন বরেণ্য সুরকার আলী অকবর রুপু। ২২ ফেব্রুয়ারি ছিল তার মৃত্যুবার্ষিকী। গুণী এই সুরকারের সুরে একটি গান গাওয়ার সুযোগ হয়েছিল এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খানের। গানটি ২২ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ হয়েছে।

গানটির শিরোনাম হলো ‘আঁধারেই ভালো আছি’। এটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা। আলী আকবর রুপুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইউসুফ আহমেদ খান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ছোটবেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানে তার নাম এবং গান শুনেই একটা মুগ্ধতার জায়গা দখল করেছিলেন তিনি, বড় হতে হতে সেই মুগ্ধতা নেশায় পরিণতি নেয়, কয়েকটি অনুষ্ঠানে দেখাও হয়েছিল চাচার সঙ্গে। আমাকে দোয়া করেছিলেন। তার সঙ্গে একটা গান করার ইচ্ছা ছিল আমার। সেটি পূরণ হয়েছে। রুপু চাচার আত্মার মাগফিরাত কামনা করছি।

রুপুর সুর করা গানের মধ্যে অন্যতম হচ্ছে ‘পদ্ম পাতার পানি নয়’, ‘যারে ঘর দিলা সংসার দিলা’, ‘একটা বাঁশি দাওনা’, ‘দরদিয়া তুই যে আমার অন্তরের অন্তর’ ইত্যাদি।  ইউসুফ এখন নতুন বেশ কয়েকটি মৌলিক গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যে মাজেদ চৌধুরীর লেখা মাকে নিয়ে ‘আল্লাহ তুমি আমার মাকে রেখো যতনে’গানটি নিয়ে একটি বড় পরিকল্পনা করছেন তিনি। গানটির সুর করেছেন এবং গেয়েছেন ইউসুফ। এছাড়াও একই গীতিকারের লেখা ও ইউসুফের সুরে-কণ্ঠে ‘মন তো মানেনা’গানটি শিগগিরই প্রকাশ পাবে।

এ গানগুলোর সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। এছাড়াও ইউসুফের সঙ্গীত পরিচালনায় অভি মঈনুদ্দীনের লেখা ও সুরে রুমানা ইসলামের কণ্ঠে শিগগিরই প্রকাশ পাচ্ছে ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’গানটি।

জনপ্রিয় সংবাদ