Sunday, December 10, 2023

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ১৩৮ হুথি নিহত

তারিখ:

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের কেন্দ্রীয় শহর মারিবের কাছে দুটি জেলায় ১৩৮ হুথি নিহত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২৯টি বিমান হামলার মাধ্যমে হুথিদের ১৭টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা করেছে সৌদি জোট। গত ২৪ ঘণ্টায় মারিবের জুবা ও আল-কাসারাহতে এ হামলা চালানো হয়।

হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে সেই যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। চলমান এই যুদ্ধে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে। বসতবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ।

জাতিসংঘের তথ্যমতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে দাবি করেছে তারা

জনপ্রিয় সংবাদ