Sunday, December 10, 2023

বেগমগঞ্জ থানার ওসিকে বদলি

তারিখ:

নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নোয়াখালী পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কামরুজ্জামান সিকাদারকে বদলির অনুমতির জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি প্রেরণ করা হয়। বর্তমানে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বেগমগঞ্জ থানা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, বেগমগঞ্জ ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে মীর জাহেদুলহক রনিকে ওসি বেগমগঞ্জ হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ