Sunday, December 10, 2023

চলার ক্ষমতা হারালেন কেয়ার্নস

তারিখ:

হার্ট অপারেশনের পর প্রাণে বাঁচলেও ক্রিস কেয়ার্নসের দুটি পাই পক্ষাঘাতে আক্রান্ত। চলার ক্ষমতা হারিয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হতে লাগবে অনেক সময়। তবে চিকিৎসকদের আশা, নিয়মিত ফিজিওথেরাপি করলে কিছুদিন পর আবার চলার ক্ষমতা ফিরে পাবেন নিউজিল্যান্ডের এই প্রাক্তন অল-রাউন্ডার৷

চলতি মাসের প্রথম সপ্তাহে কেয়ার্নসের হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দেয়। অস্ট্রেলিয়ার ক্যানবেরার হাসপাতালে দ্রুত ভর্তি করা হয় কিউয়ি অল-রাউন্ডারকে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল৷ প্রাণ বাঁচাতে তড়িঘড়ি তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়৷ জানা যায় হার্ট অপারেশনের সময় তাঁর স্ট্রোক হয়৷

নিউজিল্যান্ড ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার ছিলেন ক্রিস কেয়ার্নস। ৫১ বছর বয়সী কেয়ার্নস ৩ সপ্তাহ আগে আক্রান্ত হন হৃদরোগে। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই শুরু হয় কেয়ার্নসের। দীর্ঘ অস্ত্রোপচারে অবশেষে বিপন্মুক্ত হন কেয়ার্নস। তবে একসময়ের অন্যতম সেরা অলরাউন্ডারের পক্ষাঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি পা-ই। চলার ক্ষমতা হারিয়েছেন বলে জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, তাঁর শিঁরদাড়াতে স্ট্রোক হয়েছে, যা ক্ষতিগ্রস্ত করেছে কেয়ার্নসের পা। আপাতত হুইল চেয়ারেই চলতে হবে কেয়ার্নসকে।

ক্রিকেট কেরিয়ারের শেষ দিকে ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগে বিদ্ধ হয়েছিলেন কেয়ার্নস। নিউজিল্যান্ডের জার্সিতে ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন কেয়ার্নস। ব্ল্যাক ক্যাপস-এর হয়ে ৬২টি টেস্ট, ২১৫টি ওয়ান ডে এবং দু’টি টি-২০ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কিউয়ি ক্রিকেটারের সংগ্রহে রয়েছে ৮২৭৩ রান এবং ৪২০টি উইকেট। টেস্টে পাঁচটি ও ওয়ান ডে ক্রিকেটে চারটি শতরান রয়েছে তার ঝুলিতে।

জনপ্রিয় সংবাদ