Tuesday, November 28, 2023

আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

তারিখ:

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ৪ জন নিহত ও আরও ১১ আহত হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কাবুলের ভারী সুরক্ষিত গ্রিন জোনের কাছে বন্দুকধারীরা একটি গাড়ি বোমা বিস্ফোরণ করে এবং গুলি চালায়। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না বিসমিল্লাহ খান মোহাম্মদী। তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, নিরাপত্তা রক্ষীদের পাল্টা হামলায় বন্দুকধারীরা নিহত হন।

নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলায় চারজন নিহত হয়েছেন। ইতালিয়ান মেডিকেল চ্যারিটি ইমার্জেন্সি নিশ্চিত করেছে যে, নিহত চারজনসহ আহত হওয়া ১১ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পর এক টুইট বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী বলেন, ‘চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, এই হামলার সঙ্গে তালেবানদের হামলার সব বৈশিষ্ট্যের মিল রয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় কাবুল বাসিন্দারা রাস্তায় ভিড় করেন এবং বাড়ির ছাদে উঠে আসেন। তারা তালেবান হামলার প্রতিবাদে আল্লাহু আকবর বলে চিৎকার করেন।

জনপ্রিয় সংবাদ