Tuesday, November 28, 2023

সেন্সর পেলো মম-ইমনের ‘আগামীকাল’

তারিখ:

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের ছাড়পত্র পেলো জাকিয়া বারী মম ও ইমন অভিনীত ছবি ‘আগামীকাল’। বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দেয়।

মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। মম-ইমন ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, তারিক স্বপন, টুটুল চৌধুরী প্রমুখ

সেন্সর পেলো মম-ইমনের ‘আগামীকাল’

এই সিনেমা আবহ সংগীত করেছেন ইমন সাহা। এতে গান থাকছে চারটি। একটি রবীন্দ্রসংগীত। যার সংগীত পরিচালনা করেন প্রয়াত পৃথ্বিরাজ। সদ্য প্রয়াত অভিনয়শিল্পী এস এম মহসিন এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের কর্ণধার অভিনেতা টুটুল চৌধুরী জানান, খুব শিগগিরই সিনেমাটি দেশ ও দেশের বাইরে একযোগে মুক্তি দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ