Thursday, December 7, 2023

জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক টাকা লুট করা হয়েছে: মির্জা ফখরুল

তারিখ:

সরকারের সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি ও লুটপাট। জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক টাকা লুট করা হয়েছে বলে মন্তব্য করেছেন  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বৈশ্বিক দুর্যোগ ; ভবিষ্যৎ পরিকল্পনা ও কারণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা’ সভায় এসব মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, প্রকৃতির ধ্বংস করে তার প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে, জিয়া প্রকৃতিকে বাঁচানোর জন্য খাল খননসহ বিভিন্ন উদ্যোগ দিয়েছিলেন, বিএনপির সরকারের উদ্যোগেই রাস্তার পাশে গাছ লাগানো হয়েছিল।

আলোচনা সভায় আরও উপস্থিতি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপি পরিবেশ বিষয়ক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

জনপ্রিয় সংবাদ