Tuesday, November 28, 2023

এবারের লকডাউনে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি

তারিখ:

সাতদিনের জন্য কঠোর লকডাউন বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড ১৯ সংক্রমণ রোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ, যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে।

এ সময়ে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। লকডাউন চলাকালে মাস্ক পরিধানসহ সকল স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।No description available.

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনার প্রজ্ঞাপন বুধবার (২৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

 

 

জনপ্রিয় সংবাদ