Sunday, December 10, 2023

ইউরোর কোয়ার্টার ফাইনালের সূচি

তারিখ:

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো বা দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচই ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অগণিত ফুটবল সমর্থক এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজেদের উচ্ছাস প্রকাশ করেছেন। তবে নকআউট পর্বের প্রথম ধাপ শেষ হয়ে গেছে।

টুর্নামেন্টে টিকে থাকা বাকি আটটি দল মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইংল্যান্ড ও ইউক্রেন। আগামী শুক্রবার (২ জুন) ও শনিবার এই দুইদিনে চারটি ম্যাচ মাঠে গড়াবে।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় রাশিয়ার ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন। একইদিন দিবাগত রাত ১টায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। হাই ভোল্টেজ ম্যাচে জার্মানির আলিয়াঞ্জ এরেনায় লড়বে বেলজিয়াম ও ইতালি।

 

 

জনপ্রিয় সংবাদ