Sunday, December 10, 2023

উপকূলের কাছে ঘূর্ণিঝড় ইয়াস

তারিখ:

ঘূর্ণিঝড় ইয়াস ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দিঘা সৈকত থেকে ১৭০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। একই সময়ে এটি ওডিশার প্যারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এবং বলেশ্বর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে চলে এসেছে।

মঙ্গলবার রাত তিনটার দিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের কলকাতা কার্যালয় থেকে দেওয়া এক বুলেটিনে এমনটিই জানানো হয়েছে। বুধবার ভোরেই তা স্থলভাগে পৌঁছে যেতে পারে বলে ওই বুলেটিনে বলা হয়।

মহামারির মধ্যে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হানার আগে শুধু ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যে ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপে ট্রেন-বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টির গতিমুখ বাংলাদেশের দিকে না হলেও এর প্রভাব বলয়ে খুলনা উপকূল থাকছে বলে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১৫ হাজার আশ্রয় কেন্দ্র।

 

জনপ্রিয় সংবাদ