Thursday, November 23, 2023

প্রাতিষ্ঠানিক বিনিয়োগে জোর দিচ্ছে বিএসইসি

তারিখ:

ব্যক্তি বিনিয়োগকারী নির্ভর শেয়ারবাজার থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর শেয়ারবাজার গড়ে তুলতে চাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ লক্ষ্যে শেয়ারবাজারে বিনিয়োগকারী স্টক ডিলারদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হলেও দেশের শেয়ারবাজারে তাদের অংশগ্রহণ খুবই কম। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রাধান্য বেশি। তাদের অংশগ্রহণ প্রায় ৮০ শতাংশ। তারা জ্ঞানের অভাবে প্রায় ঝুঁকিপূর্ণ ও গুজবভিত্তিক শেয়ারে বিনিয়োগ করেন। এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক লোকসান করেন। একইসঙ্গে বাজারের কাঠামো ক্ষতিগ্রস্ত করে তোলেন।

এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো উচিত। এক্ষেত্রে শীর্ষ ডিলারদের পুরস্কার দেওয়ার মাধ্যমে তাদের নিজস্ব পোর্টফলিওতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। যা শেয়ারবাজারে অর্থ সরবরাহ বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীভিত্তিক হতে সহায়ক হবে।

এ ব্যাপারে মোট লেনদেন, নিট ক্রয়, ওয়েটেড এভারেজ পোর্টফলিও মূল্য ইত্যাদি বিবেচনায় শীর্ষ ডিলারদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়ার জন্য ডিএসইকে অনুরোধ করেছে বিএসইসি। 

জনপ্রিয় সংবাদ