মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮ বা তদুর্দ্ধ ব্যক্তিদের জন্য কোভিড-১৯ এর টিকা হিসেবে ‘নোভাভ্যাক্স’ ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির ফুড এন্ড ড্রাগ এডমিনেস্ট্রশন (এফডিএ)।
সিএনএন জানায়, বুধবার এফডিএ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ চতুর্থ করোনা টিকা।
আমেরিকান কোম্পানির উৎপাদিত এই টিকা বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহার হচ্ছে। অন্য টিকার মতো এটিও রেফ্রিজারেশনে সংরক্ষণ করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনেস্ট্রশন কমিশনার রবার্ট ক্যালিফ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্ত বয়স্কদের অনেকেই প্রাণঘাতি কোভিড-১৯ এর কোনো টিকাই গ্রহণ করেনি, তাদের জন্য জরুরি ভিত্তিতে নোভাভ্যাক্স টিকার অনুমোদন দেয়া হলো। এই টিকার নিরাপত্তা, কার্যকারিতা ও উৎপাদনের গুণগতমানও পরীক্ষা-নিরীক্ষা করে প্রাপ্ত বয়স্কদের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কয়েক হাজার কোভিড-১৯ রোগির ওপর ক্লিনিক্যালি ট্রায়ালে এই টিকার ৯০ শতাংশ সুফল পাওয়া গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৭৭ শতাংশ করোনা টিকা গ্রহণ করেছেন।
গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৯ জনের এবং শনাক্ত হয়েছে এক লাখ ৩ হাজার ৫৮৪ জন।