Wednesday, November 22, 2023

করোনায় আক্রান্ত শাহরুখ খান!

তারিখ:

বলিপাড়ার সংকট যেন কাটছেই না। এত এত সেলিব্রেটির আত্মহত্যার পর এবার আবারও করোনার থাবা মুম্বাইয়ে।

করোনায় আক্রান্ত বলিউডের বাদশা শাহরুখ খান। এই কয়েক দিনে একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। তার মধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। এবার শাহরুখের শরীরে মহামারির নমুনা পাওয়া গেছে।

সবে নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমার নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। এমন সময়ই অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।

কিছুদিন আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। জন্মদিনের বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড়ো পার্টি দিয়েছিলেন করণ। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, করণ জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০-৫৫ জন করোনায় আক্রান্ত। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে।

হিন্দিসহ তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’। ছবির পোস্টারও মুক্তি পেয়েছে সব ভাষায়।

জনপ্রিয় সংবাদ